মুজাহিদুল ইসলাম সেলিম ও ফজলে হোসেন বাদশাকে হত্যার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন পালন

ওয়ার্কার্সপার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে দল দুটির কেন্দ্রীয় নেতাদের হত্যার হুমকির প্রতিবাদে বক্তারা জোরালো বক্তব্য রাখেন। সম্প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপিসহ প্রগতিশীল ব্যক্তিদেরকে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও চুয়াডাঙ্গা জেলা শাখা এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখা যৌথভাবে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে কমরেড শেখ সিরাজুল ইসলাম তার বক্তব্যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, লুটেরা পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি গণতান্ত্রিক প্রগতিশীল সমাজতান্ত্রিক সমাজ নির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি।