স্টাফ রিপোর্টার: বল হাতে ভালো করতে পেরেছি আজকে। এজন্য খুবই ভালো লাগছে। আমার স্ত্রী গ্যালারিতে এসেছিলো আজকে খেলা দেখার জন্য। তার উপস্থিতি আমাকে ভালো বল করতে উৎসাহ দিয়েছে। কথাগুলো বলছিলেন ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের ইনিংসে ধস নামানো ঢাকা ডাইনামাইটসের বোলার মোশাররফ হোসেন। জীবন-মরণ ম্যাচ জয়ে অনবদ্য ভূমিকা রাখায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তিনি। ম্যাচ শেষে মোশাররফ আরও বলেন, চিটাগং ভাইকিংসের বিপক্ষে আমাদের আজকের ম্যাচটি ছিলো মাস্ট উইন। আমরা সেটা করতে পেরেছি। অন্যদিকে তারা অনেক চাপে ছিলো। আমরা চট্টগ্রামের চেয়ে ভালো লাইন-লেন্থে বল করেছি। মোশাররফ হোসেন ঢাকার পক্ষে ৪ ওভার বল করে ১৬ রানে ৪টি উইকেট নেন। গতকাল মঙ্গলবারের ম্যাচে চিটাগাংকে হারিয়ে শেষ চারে খেলার সম্ভাবনা এখনো জাগিয়ে রেখেছে ঢাকা ডাইনামাইটস। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে চিটাগাং। ঢাকাকে শেষ চারে খেলতে হলে বাকি দুই ম্যাচের একটি ম্যাচে জয়লাভ করতে হবে। অথবা সিলেটের বাকি থাকা দুটির একটি ম্যাচে হারলেই শেষ চারে চলে যাবে ঢাকা। শেষ চার ইতিমধ্যেই নিশ্চিত করেছে কুমিল্লা, রংপুর এবং বরিশাল।