দর্শনা অফিস: দর্শনা ও জীবননগর পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র মতিয়ার রহমান ও নাসির উদ্দিনকে প্রধানমন্ত্রী আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক তুলে দেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ প্রতীক তুলে দিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা পুরাতন বাজারস্থ আজাদুল ইসলামের বাসভবনে প্রতীক গ্রহণ করেন দর্শনা পৌর মেয়র প্রার্থী সাবেক মেয়র মতিয়ার রহমান ও জীবননগর পৌর মেয়র প্রার্থী নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আ. রাজ্জাক, আতিয়ার রহমান হাবু, মুকুল মিয়াজি, মিজানুর রহমান, এরশাদ আলী খোকন প্রমুখ। পরপরই জীবননগর মেয়র প্রার্থী নাসির উদ্দিনের হাতে নৌকা প্রতীক তুলে দেন আজাদুল ইসলাম আজাদ। উপস্থিত ছিলেন, জীবননগর আ.লীগ নেতা উপাধ্যক্ষ নজরুল ইসলাম, বদর উদ্দিন, জালাল উদ্দিন, সলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, সোনা মিয়া, শফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, যুবলীগ নেতা শামীম ফেরদৌস, কাজী শামসুর রহমান, কামরুজ্জামান, আকিমুল ইসলাম প্রমুখ।