বিধি লঙ্ঘন ঠেকাতে কঠোর নয় ইসি

স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনে তিন দিনের জন্য জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এতে প্রতিটি পৌর এলাকার জন্য একজন জুডিসিয়াল এবং তিনটি ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা বলা হয়েছে। যদিও ইসির আইন শাখা থেকে প্রতি পৌরসভায় দুজন করে জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চার দিনের জন্য নিয়োগের প্রস্তাব করা হয়েছিলো। কিন্তু কমিশন সচিবালয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংখ্যা কমিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া প্রতিটি পৌরসভায় ভিজিল্যান্স ও অবজারভেশন টিমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত করার প্রস্তাব রেখে পরিপত্র জারি করা হলেও কমিশন কর্মকর্তাদের মৌখিক নির্দেশনায় তা অনুসরণ করেনি রিটার্নিং কর্মকর্তারা। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচনী বিধি লঙ্ঘনের ঘটনায় ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় অনধিক ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী বিধি ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা দেয়ার এখতিয়ার রাখেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সাজা দিতে পারেন। এর সাথে অর্থদণ্ডের বিধানও রয়েছে।