দেশের টুকরো খরব : ছিনতাই করতে গিয়ে পুলিশ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিলেটে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ কনস্টেবলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার দুপুরে নগরীর বারুতখানায় এ ঘটনা ঘটেছে। পুলিশ আটককৃত ওই কনস্টেবলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আটককৃত পুলিশ কনস্টেবল শরীফ রানা সিলেট জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল। তার আইডি নম্বর ৪৯৫। ছিনতাইয়ের শিকার তামান্না আক্তার কলি ধোপাদিঘীর পাড়স্থ আল ফালাহ্ টাওয়ারের বাসিন্দা আনসার আলীর মেয়ে। কোতয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, বেলা দেড়টার দিকে বারুতখানা পয়েন্টে এক মহিলার কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করে জনতা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। থানায় আসার পর সে নিজেকে পুলিশ সদস্য বলে জানায়।

সমুদ্রস্ফীতি মোকাবেলায় অক্ষম বাংলাদেশের উপকূলীয় দ্বীপগুলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দ্বীপগুলো জলবায়ু পরিবর্তনজনিত সমুদ্রস্ফীতি মোকাবেলায় অক্ষম হয়ে পড়ছে। ফলে বেশিরভাগ দ্বীপই সমুদ্রে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। যার ফলে লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে। এতে অতিরিক্ত জনসংখ্যার ভারে ইতোমধ্যেই নুব্জ্য হয়ে পড়া বাংলাদেশ আরো বড় বিপদে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনেও আফ্রিকার সিসেলিস দ্বীপপুঞ্জ এবং বাংলাদেশসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগর উপকুলীয় দেশগুলোর বিশাল উপকূলীয় এলাকা সমুদ্রে তলিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স টোয়েন্টি ফোর এর অনলাইন সংস্করণে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সোমবার।

সাক্ষী সুরক্ষা আইন করতে হাইকোর্টের নির্দেশ
স্টাফ রিপোর্টার: সাক্ষী সুরক্ষা আইন করতে এবং সাক্ষীদের আদালতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও আইন সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এবং নির্ধারিত তারিখে সাক্ষীর উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ আইন করার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার একটি হত্যা মামলার আসামির জামিন শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। জানা গেছে, একটি হত্যা মামলায় ২০০০ সালের ১০ জুলাই হীরা ওরফে হারুন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। মহানগর দায়রা জজ আদালত ওই মামলায় ২০১২ সালের ৫ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ পর্যন্ত ১০ বার ওই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পড়লেও সাক্ষীরা কেউ আসেননি। এ অবস্থায় আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন।

নারী প্রতীকগুলো অসম্মান জানাতে নয়, প্রার্থীকে চিহ্নিত করতে
স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনের সংরক্ষিত আসনের নারী প্রতীকগুলো কাউকে অসম্মান জানাতে সংরক্ষণ করা হয়নি বরং এগুলো করা হয়েছে প্রার্থীকে চিহ্নিত করতে। এমটাই দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শাহনেওয়াজ বলেন, আমরা স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনের আইন পরিবর্তনের সাথে সাথেই বিধিমালাও পরিবর্তন করেছি। তাই বিধিমালা পরিবর্তনে সময় প্রতীক নিয়ে আলোচনার জন্য খুব সময় পাইনি। যে কারণে ওই প্রতীকগুলোই তাড়াহুড়ো করে দেয়া হয়েছে। তিনি বলেন, নারী প্রার্থীদের প্রতীকগুলো দেয়া হয়েছে চিহ্নিত করার জন্য, অসম্মান জানাতে বা আঘাত করার জন্য নয়। এ নিয়ে কেউ অভিযোগ দিলে ওগুলো বাদ দেয়ার চিন্তা-ভাবনা করবো। কেউ অস্বস্তি বোধ করলে তা বাদ দিতে বিবেচনা করবো।

Leave a comment