দামুড়হুদার কুড়ুলগাছি সমাজকল্যাণ সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
কুড়ুলগাছি প্রতিনিধি: মেধাবী ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখে। তাই প্রতিটি গ্রামে গ্রামে অন্তত্য খেলাধুলা করার প্রয়োজন। যেখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শরীরচর্চা করতে পারে। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে । গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সভাপতি রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণী করেন আ.লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক শাহ এনামুল করিম ইনু । বিশেষ অতিথি ছিলেন দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কুড়ুলগাছি মাথাভাঙ্গা প্রতিনিধি হাসেমরেজা-হাসমত। এ সময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি আদর্শ সমবায় সমিতির ম্যানেজার আ. হাকিম, রহমান মাস্টার, কালু, ডালিম, নজরুল, আ. মজিদ, মিজানুর রহমান, জাহাঙ্গাগীর, বারিক, বেল্টু, রমযান, ফারুক, আনিছুর, মন্টু, মিলন, বখতিয়ার, খোকন। ফাইনাল খেলায় মদনার হিমেল ও ইসা জুটির কাছে দর্শনার সিজার ওআশরাফুল জুটিকে পরাজিত করে চাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ডলার, বখতিয়ার, হাসান, মেহেদী, শ্যামল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাটমিন্টন টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মিলন।