ডিঙ্গেদহ প্রতিনিধি: আগাম সিমচাষে সচেতনতা সৃষ্টির জন্য মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠদিবস অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর গতকাল রোববার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদরের কুকিয়া চাঁদপুর বালিকা বিদ্যালয় মাঠে এলাকার সিম চাষিদের নিয়ে এ মাঠ দিবসের আয়োজন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ির মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। প্রধান অতিথি বলেন, কৃষকেরা মরসুমে বিভিন্ন সবজির আবাদ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আগাম সবজির চাষ করলে অধিক লাভবান হওয়া যায়। গতানুগতিক চাষ না করে বেশি বেশি আগাম সবজি চাষ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও মসলেহ উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খাইরুল আবরাব, চুয়াডাঙ্গার উপ-পরিচালক নির্মল কুমার দে, অতিরিক্ত পরিচালক প্রবীর কুমার বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিজুল হক হযরত, বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি আরশাদ উদ্দিন চন্দন, সাবেক মেম্বার মনির উদ্দিন। বক্তব্য রাখেন কৃষক আশাবুল হক, হারেজ চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল হক, অহিদ হোসেন প্রমুখ।