ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস পালন

ঝিনাইদহ প্রতিনিধি: ৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। মুক্তিপাগল দামাল ছেলেরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে ৬ ডিসেম্বর পাক হানাদার ও তাদের দোসরদের হটিয়ে ঝিনাইদহকে শত্রুমুক্ত করে। মুক্তির আনন্দে সেদিন রাস্তায় নেমে আসে নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ। উল্লাসে আর আনন্দে সেদিন তারা ফেটে পড়ে।

হানাদার মুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত ও আলোচনাসভা। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টার দিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে মুক্তিযোদ্ধারা বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ওয়াজির আলী হাই স্কুলমাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ জেলার ৬টি উপজেলার মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে। পরে ওয়াজির আলী স্কুলমাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।