চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বাছাই সম্পন্ন : এক মেয়রসহ ৮ জনের প্রার্থিতা বাতিল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। মেয়রসহ ৮ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। শেষ পর্যন্ত বৈধ প্রার্থী থাকলেন ৪ মেয়রসহ ৭৯ জন।
গতকাল রোববার বাছাই শেষে মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় ৮ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে মেয়র প্রার্থী মজিবুল হক মালিক মজু, কাউন্সিল প্রার্থী ১ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ডের জনিপ হাসান, একই ওয়ার্ডে নাসির আহাদ জোয়ার্দ্দার, সংরক্ষিত ১ নং ওয়ার্ডের সোহানা সুলতানা, ২ নং ওয়ার্ডে সুফিয়া খাতুন, ৩ নং ওয়ার্ডে মাজেদা খাতুন ও সাহানা খাতুনের প্রার্থিতা বাতিল করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও সহকারী রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।
এ পর্যন্ত বৈধ প্রার্থীদের তালিকায় রয়েছেন মেয়র পদে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (আ.লীগ), খন্দকার আব্দুল জব্বার সোনা (বিএনপি), ওবাইদুর রহমান চৌধুরী জিপু (স্বতন্ত্র) ও তুষার ইমরান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডে নুরুন্নাহার, জবেদা বেগম, নাজমা আক্তার, নাসরিন পারভীন, শাহিনা আক্তার, সেলিনা ইয়াসমিন সম্পা, শিল্পী আফরিন, ২নং ওয়ার্ডে বিলকিস নাহার, হাসিমা খাতুন, সুলতানা আরা বেগম, ৩নং ওয়ার্ডে নুর জাহান, আন্না খাতুন, জাহানারা বেগম, মাজেদা মল্লিক, শাফিয়া খাতুন, শেফালী খাতুন ও সাকিলা খাতুন। কাউন্সিলদের মধ্যে যাদের বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, ১নং ওয়ার্ডে আব্দুল আলিম, গোলজার হোসেন, বিল্লাল হোসেন বেল্টু, রমজান আলী চান্দু, শহিদুল ইসলাম, মো. সুজন, আজমুল হক লিটু, মুনছুর আলী, ২নং ওয়ার্ডে রেজাউল করিম খোকন, আজম আলী মিলন, আজিজুর রহমান, আতিয়ার রহমান, আবু সাঈদ খোকন, আবুল কালাম, আব্দুল আজিজ জোয়ার্দ্দার, কামরুজ্জামান বাবলু, জাহিদুল ইসলাম রনি, সানোয়ার হোসেন, হাফিজুর রহমান, ৩নং ওয়ার্ডে কাজি শাজাহান আলী, আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম সোহেল, নাজমুস সালেহীন লিটন, মাসুদ রানা, শামশেদ আলী সামা, ৪নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম মল্লিক, শেখ সেলিম, ৫নং ওয়ার্ডে মুন্সি আলাউদ্দিন আহম্মেদ, গোলাম মস্তফা শেখ মাস্তার, রিপন মল্লিক, সাইফুদ্দিন সবুর, ৬নং ওয়ার্ডে আজাদ আলী, আব্দুস সামাদ, আশাদুল জোয়ার্দ্দার, জহুরুল ইসলাম ওরফে গহর ডাক্তার, ফরজ আলী শেখ, রাশেদুল হাসান, হাবলুর রহমান মুন্সি, ৭নং ওয়ার্ডে আবুল হোসেন, আবুর রাজ্জাক, আশাবুল হক, উজ্জ্বল হোসেন, কামাল উদ্দিন, জিয়াউর রহমান জিয়া, মজনুল হক, সাইফুল আরিফ বিশ্বাস, ৮নং ওয়ার্ডে কামরুজ্জামান তালু, গাজী রহমান, রাশিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মনি, আবু হাসান মকছুদ, ৯নং ওয়ার্ডে আতিয়ার রহমান জোয়ার্দ্দার, ইয়াছিন হাসান কাকন, একরামুল হক মুক্তা মফিজুর রহমান মনা, মাহবুব আশিক, শহিদুল কদর জোয়ার্দ্দার ও মোস্তাক উদ্দীন ডালিম।
আগামী ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।