ডিঙ্গেদহ প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদফতরের দ্বিতীয় শস্য বহুমুখি প্রকল্প কতৃক নির্মিত সুবদিয়া কৃষি পণ্যসংগ্রহ ও বিপনন কেন্দ্রের উদ্বোধন করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ির মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। তিনি বলেন বর্তমানে দেশে কৃষকরা প্রচুর পরিমাণ সবজি উৎপাদন করছে। অনেক সময় মূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করলেও লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কৃষকগণ যাতে তাদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে কৃষিপণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্র স্থাপন করেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও আ. করিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খাইরুল আবরাব, চুয়াডাঙ্গার উপ-পরিচালক নির্মল কুমার দে, অতিরিক্ত পরিচালক প্রবীর কুমার বিশ্বাস, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিজুল হক হযরত, পদ্মবিলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অহিদ হোসেন, কৃষক বায়েজিদ রহমান, হাজেরা খাতুন প্রমুখ।