বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বড় সলুয়া নিউ মডেল কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত হয়েছে। ফলে ২০১৫-১৬ শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রীরা বিএসএস (পাস) শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবে। প্রতিষ্ঠার ১১ বছর পর কলেজটি ডিগ্রিতে উন্নীত হলো।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড় সলুয়ায় এলাকার শিক্ষানুরাগীদের উদ্যোগে বড় সলুয়া নিউ মডেল কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা। এতদিন এখানে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা লেখা পড়া করতো। গত পরশু শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কমিটির ৭৩তম সভায় বড় সলুয়া নিউ মডেল কলেজটি স্নাতক পর্যায়ে উন্নীত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াস স্বাক্ষরিত পত্রটি ওয়েভ সাইটে প্রকাশ পায়। ফলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এ কলেজে শিক্ষার্থীরা বিএসএস (পাস) কোর্সে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্টবিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ে লেখা পড়ার সুযোগ পাবে।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুস সাত্তার এ ব্যাপারে অগ্রণী ভূমিকার জন্য চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগরকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক ও জমিদাতা ফারুক হোসেনসহ এলাকার শিক্ষানুরাগীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।