নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত

নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত
মেহেরপুর অফিস: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মেহেরপুর মুক্ত দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে একই স্থান থেকে সংসদ সদস্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সরকারি কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা বর্ণাঢ্য ৱ্যালি, পুষ্পমাল্য অর্পন ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।
পরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্পাদক মণ্ডলীর সদস্য কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম।