ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ-২০১৬’র নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. কাজী আখতার হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
ড. কাজী আখতার হোসেন জানান, আগামী ৭ ও ৮ ডিসেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ও ১০ ডিসেম্বর তা জমা নেয়া হবে। ১২ ডিসেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। তিনি বলেন, ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৩৫৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।