মেহেরপুর অফিস: মাদকসেবন ও রাখার দায়ে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের ঘোষপাড়ার মিঠুনকে (২২) দুই বছরের জেল, নতুনপাড়ার হাসমতুল্লাহকে (২৩) এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল এবং ক্যাশবপাড়ার বাবুলকে (৩০) দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দিয়েছেন। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন শনিবার দুপুরে তাদের ওই সাজা দেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, শুক্রবার দিনগত রাতে শহরের বিভিন্নস্থান থেকে সদর থানার এসআই মেজবাহ, এএসআই আব্দুল ও এএসআই জিয়ার নেতৃত্বে পুলিশ শহরের ঘোষপাড়ার আবু বক্করের ছেলে মিঠুন, নতুনপাড়ার আব্দুর রশিদের ছেলে হাসমতুল্লাহ ও ক্যাশবপাড়ার শহীদ শেখের ছেলে বাবুলকে আটক করে। হাসমতুল্লাহ ও বাবুল জরিমানা দিয়ে বাড়ি ফিরেছে এবং মিঠুনকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।