গাংনী পৌর নির্বাচনে মেয়রসহ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিলকৃত ৭ প্রার্থীর প্রার্থীতা বৈধ হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার। একই দিনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের দাখিলকৃত ১০ জনের মনোনয়নপত্রও বৈধ হয়। আজ সাধারণ কাউন্সিলর পদে দাখিলকৃত ৩১ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
মেয়র পদের প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র আহম্মেদ আলী (নৌকা), বিএনপি প্রার্থী জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক ইনাসারুল হক ইন্সু (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম ভেন্ডার ও তার স্ত্রী উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী সাহানা ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাংনী উপজেলা সেক্রেটারি হুজ্জাতুল ইসলামী ফয়সল ও জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী এসএম মর্তুজা।
অপরদিকে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ফিরোজা খাতুন, মিনা খাতুন, কদভানু ও বর্তমান কাউন্সিলর সুনা ভানু। সংরক্ষিত ২নং ওয়ার্ডে ঝর্না বেগম, মলিদা খাতুন ও ঝর্না আক্তার এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে পারভীনা খাতুন, সাজেদা খাতুন ও বর্তমান কাউন্সিলর রওশন আরার মনোনয়নপত্র বৈধ হয়েছে। যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার সরওয়ার হোসেনসহ প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীরা।
রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানান, মেয়র ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্রে তেমন কোনো ক্রুটি না থাকায় প্রাথমিকভাবে বৈধতা ধরা হয়েছে। তবে সরকারি ছুটি থাকায় ব্যাংক ঋণ ও অন্যান্য সেবা প্রতিষ্ঠানের কাগজপত্র পৌঁছায়নি। ওইসব কাগজপত্রে কোনো ক্রুটি থাকলে প্রার্থিতা বাতিল হতে পারে। আজ রোববার সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।