গাংনীতে ট্রাক উল্টে ৫ শ্রমিক আহত

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী শহরের উপকন্ঠ আখ সেন্টারের সামনের সড়কে সবজি বোঝাই ট্রাক উল্টে ৫ শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে কপি নিয়ে ঢাকায় যাওয়ার পথে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই ট্রাকটি উল্টে পড়ে।
আহতরা হচ্ছেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়–রা গ্রামের নিয়ামত আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৫), একই গ্রামের জমির উদ্দীনের ছেলে বিচারুল (৪০), আলতাফ হোসেনের ছেলে মহাসিন আলী (৪০), মুনছাবের ছেলে মফিজুল ইসলাম (৪২) ও চাঁদ আলীর ছেলে জান আলী ( ৪৫)। এদের মধ্যে জান আলীকে প্রাথমিক চিকিৎসা এবং বাকিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি হওয়া আমিরুল ও বিচারুলের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার একেএম নাছিমুজ্জামান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা অনেকটাই আশঙ্কামুক্ত বলে জানান ওই চিকিৎসক।
জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে কুষ্টিয়াগামী একটি ট্রাক যার নং (ঝিনাইদহ-ট-১১-০০৫৫) আখ সেন্টারের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চালক ট্রাকটি নিয়ন্ত্রণ করতে না পারলে রাস্তার উপরেই উল্টে পড়ে। এতে চালক-হেলপার সরে যেতে সক্ষম হলেও ট্রাকের ওপরে থাকা ৫ শ্রমিক রাস্তার ওপরে ছিটকে পড়ে আহত হন। রাস্তার ছিটকে পড়ে কপি। ট্রাকটি আড়াআড়ি পড়ে থাকায় দুপাশে যানবাহনের লম্বা জটলা সৃষ্টি হয়। স্থানীয়রা আহতদের হাসপাতালে প্রেরণের পাশাপাশি কপি ও ট্রাক সরিয়ে দিতে এগিয়ে আসেন। পরে অবশ্য ট্রাকটি সরিয়ে দিতে সক্ষম হন তারা।