জীবননগর ব্যুরো: জীবননগর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজি নোয়াব আলীর পক্ষে কাজ করবে না উপজেলা ও পৌর বিএনপি। গতকাল শুক্রবার দলের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের উপজেলা ও পৌর বিএনপিসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, জীবননগর পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র হাজি নোয়াব আলী ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে বিএনপির দ্বিতীয় কোনো প্রার্থীও নেই। তবে উপজেলা বিএনপির কার পক্ষে নির্বাচনে কাজ করবে তা অবশ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। ফলে দলীয় এ সিদ্ধান্তের বিষয় নিয়ে রীতিমতো বিভ্রান্তি ও ধুয়াশা সৃষ্টি হয়েছে।