নায়িকা পূর্ণিমা দীর্ঘদিন ধরে পাকস্থলীর সমস্যায় ভুগছেন। তিনি এখন অসুস্থ হয়ে শয্যাশায়ী । গত বছর পাকস্থলীতে ছোট ছোট কিছু পাথর ধরা পড়েছিল। চিকিৎসার পর সাত-আট মাস ভালোই ছিলেন।আগস্ট থেকে সমস্যাটা নতুন করে দেখা দিয়েছে। এখন কোনো খাবারই ঠিকমতো হজম হচ্ছে না তার।
এর মধ্যে আবার এক সপ্তাহ ধরে জেঁকে বসেছে জ্বর আর কাশি। এখন পারিবারিক ডাক্তারের কাছে চিকিৎসাধীন তিনি।