ঝিনাইদহে ৪ টি পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় মোট পৌরসভা ৬টি। এর মধ্যে ৪ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। এগুলো হচ্ছে-শৈলকুপা, কোটচাঁদপুর, মহেশপুর ও হরিনাকুণ্ডু। বাকি দু’টি যথাক্রমে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ পৌরসভার নির্বাচন এই মুহূর্তে হচ্ছে না। সবশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারি এসব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত মেয়র পদে শৈলকুপা পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট একজন নারীসহ ৫ জন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম, বিএনপি মনোনীত প্রার্থী খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম রাজু, তৈয়বুর রহমান খান ও রিজিয়া সুলতানা। সাধারণ কাউন্সিলর পদে ৪২ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহেশপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন-আওয়ামী লীগের মনোনীত আব্দুর রশিদ খান, বিএনপির নজিবুদ্দৌলা, জাসদ (ইনু) রমজান আলী ও স্বতন্ত্র হিসেবে জামায়াত নেতা শহিদুল ইসলাম বিশ্বাস, আমিরুল ইসলাম খান চুন্নু ও তাহাবুর রহমান। কাউন্সিলর পদে (সাধারণ) ৪৬ জন এবং সংরক্ষিত মহিলা ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। হরিনাকুণ্ডু পৌরসভায় মেয়র পদে মাত্র ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন-বিএনপির জিন্নাতুল হক, আওয়ামী লীগের শাহিনুর রহমান রিন্টু ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পার্টির আব্দুর রাজ্জাক। এ পৌরসভায় কাউন্সিলর পদে (সাধারণ) ৩০ জন এবং সংরক্ষিত মহিলা পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোটচাঁদপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন-আওয়ামী লীগের সহিদুজ্জামান সেলিম, বিএনপির এসকেএম সালাউদ্দিন বুলবুল সিডল, স্বতন্ত্র জাহিদুল ইসলাম জাহিদ ও জামায়াত নেতা শরিফুল ইসলাম। এ পৌরসভায় কাউন্সিলর পদে (সাধারণ) ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।