চুয়াডাঙ্গা টাউন মাঠে ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় মেলা : আপত্তি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অনুমোদনে আগামী ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে শুরু হতে যাচ্ছে (৭-২১ডিসেম্বর) ১৫ দিনব্যাপী বিজয় মেলা। এ মেলায় থাকছে সার্কাসসহ বেশ কিছু বিনোদনের আয়োজন। এদিকে বেশ কিছু অভিভাবক বলেছেন, বিজয়ের মাসে আনন্দ করতে মানা নেই! তবে সেটি যদি ভবিষত প্রজন্মের সন্তানদের মেধা-বিকাশে বিরূপ প্রতিফলন ঘটে তাহলে সে আনন্দ ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। অভিভাবকদের অনেকেই বলেছেন, ২৯ নভেম্বর থেকে জেলা শহরের সকল বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সকল বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ, ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সম্পন্ন হতে বেশিদিন লাগবে না। ফলে পরীক্ষার পর অর্থাৎ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে বিজয় মেলা শুরু হলে ভালো হতো। এ বিষয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবকেরা।