আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে অফিস কক্ষের তালা ভেঙে চুরি করাকালে বিদ্যালয়ের নাউটগার্ড হাতেনাতে একজনকে পাকড়াও করে। অপর সহযোগী পালিয়ে যায়। জনতা গণপিটুনি দিয়ে চোরকে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের সরোয়ার মিয়ার ছেলে সোহাগ হোসেন (৩২) গতকাল সন্ধ্যার পর আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরি করছিলো। এ সময় বিদ্যালয়ের নাইটগার্ড জামাল হোসেন হাতেনাতে তাকে আটক করেন। অবস্থা বেগতিক বুঝে অপর সহযোগী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মতিয়ার রহমানের ছেলে জনি পালিয়ে যায়। জনতা গণপিটুনি দিয়ে তাকে গতকাল রাতে জীবননগর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। চুরির ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কামিটির সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু বাদী হয়ে মামলা দায়ের করেছেন।