ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনি ইউনিয়নের আসমানখালী বাজারের ব্যাবসায়ী নজরুল ইসলামের হত্যা চেষ্টার প্রতিবাদে বাজারের ব্যাবসায়ী ও জনতার উদ্যোগে মানববন্ধন অনষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে আসমানখালী বাজারে, ব্যাবসায়ী নজরুল ইসলামের হত্যা চেষ্টার প্রতিবাদে সাধারণ ব্যাবসায়ী ও মোচাইনগর গ্রামের উদ্যোগে মানববন্ধনের পালন করে। বাজার কমিটির সভাপতি রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতথি হিসেবে বক্তব্য রাখেন গাংনি ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক মন্টু, আবুসাঈদ আব্দুল্লাহ মিটন, আওয়ামী লীগ নেতা মরজেম হোসেন, নুর ইসলাম, জহুরুল বিশ্বাস, আব্দার হোসেন, ইসমাইল জোয়াদ্দার, খলিলুর রহমান, আকছেদ আলী, আলী রেজা শিলু, উজ্জ্বল হোসেন, নাসির, ওদুদ, ধুল বিশ্বাস, লাভলু, আশাদুল, ব্যাবসায়ী তালেব মুন্সি, সেকেন্দার মুন্সি, জয়নাল ডাক্তার, মিজানুর রহমান, জাহিদ হোসেন, কাউছার, হামিদ, মিজানুর, সিদ্দিকুর মাহাবুল, ওহাব, সিদ্দিক মুন্সি, জিনারুল, মুকুল প্রমুখ। বক্তারা বলেন ব্যাবসায়ীকে হত্যার চেষ্টা কারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে ব্যাবসায়ীরা কঠোর কর্মসুচি হাতে নেবে বলে মানবন্ধনে ঘোষণা দেন। সার্বিক পরিচালনায় ছিলেন ইউপি সদস্য লিমন হোসেন রাজা। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় উভয় পক্ষের মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।