গাংনী প্রতিনিধি: ‘পড়া ও গণিতের শক্তি, দিতে পারে মুক্তি’ এই স্লোগানে মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে গতকাল বুধবার বিকেলে পড়া ও গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও সিসিজি আয়োজিত অনুষ্ঠানে গাড়াডোব মিলপাড়া সিসিজি সভাপতি হাসিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধানখোলা ইউপি সদস্য ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আখেরুজামান, ইউপি সদস্য গোলাম আম্বিয়া, মিলপাড়া সিসিজি সদস্য সচিব মিজানুর রহমান, পিএসকেএস ডিপিডি নার্গিস আক্তার মুক্তি, ইউপি সমন্বয়কারী ফারহানা ইয়াসমিন, এফএফ সাহারুল ইসলাম, আবেদা সুলতানা ও শবনম মুস্তারী। পড়া ও গণিত উৎসবের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় গান ও নৃত্য পরিবেশন করে ক্ষুদে প্রতিযোগীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।