মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মোটরশ্রমিক ইউনিয়নের উদ্যোগে মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সহযোগিতায় মোমিনপুর মাঠে অনুষ্ঠিত আবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গার বেলগাছি একাদশ ফাইনালে উঠেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি একাদশ ১-০ গোলে সৃজনশীল একাদশকে পরাজিত করে। মিঠু দলের পক্ষে জয়সূচক গোলটি করেন। তিনিই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় শ্রমিক নেতা নজরুল ইসলাম, দরবেশপুর শাখা সভাপতি সাইদুর রহমান, সম্পাদক শফিকুল আযম, উপদেষ্টা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা ডাবলু মিয়া, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।