পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি

চুয়াডাঙ্গা পৌরসভায় খন্দকার আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গায় মীর মহি, দর্শনায় মহিদুল ইসলাম ও জীবননগরে নওয়াব আলী পেলেন ধানের শীষ

স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া শুরু করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত প্রার্থী বা জেলার দলীয় শীর্ষ নেতাদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেন দলের যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
চুয়াডাঙ্গার ৪টি পৌরসভা নির্বাচনের ৪ জন দলীয় প্রার্থীর মনোনয়ন তথা প্রত্যয়নপত্র গতরাতেই দেয়া হয়। গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোয়ন পেয়েছেন গতবারের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান মেয়র হাজি মীর মহিউদ্দীন। দর্শনা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মহিদুল ইসলাম ও জীবননগর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রাথীতা পেয়েছেন বর্তমান মেয়র হাজি নওয়াব আলী। এরা ধানের শীষ প্রতীক নিয়ে নামবেন ভোট যুদ্ধে। দীর্ঘ ৭ বছর পর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি যাবে ভোটারদের কাছে।
গতরাতে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র তথা মনোনয়ন দেয়ার আগে সংক্ষিপ্ত ব্রিফিঙে শাহজাহান বলেন, ‘অনেক কথা থাকা সত্ত্বেও আমরা গণতান্ত্রিক দল হিসেবে পৌর নির্বাচনকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি।’ এই চ্যালেঞ্জ শুধু দলের জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনারও চ্যালেঞ্জ। এ নির্বাচন মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার এবং কেন্দ্রে অবাধ পরিবেশ তৈরির চ্যালেঞ্জ।
এদিকে মনোনয়ন পাওয়ার পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা দলীয় মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, গণতন্ত্র রক্ষার জন্যই আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ মনোনীত প্রার্থীদের অভিনন্দনও জানিয়েছেন।