চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলমডাঙ্গায় হাসান কাদির গণু, দর্শনায় মতিয়ার রহমান ও জীবননগরে মুন্সি নাসির উদ্দীন পেলেন নৌকা
স্টাফ রিপোর্টার: টানা দুদিন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ‘স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড’ ২৩২টির অধিক পৌরসভার প্রার্থী চূড়ান্ত করেছে। গতরাতেই মনোনয়ন তথা প্রত্যয়নপত্র প্রার্থীদের নিকট পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়া হয়।
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন মনোনীত হয়েছেন। আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক পৌর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাসান কাদির গণু, দর্শনা পৌর নির্বাচনে পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, জীবননগর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন। এরা দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোটযুদ্ধে নামবেন।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নের চিঠি প্রার্থী বা তাদের সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হয়। গতরাতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির ব্যক্তিগত সহকারী চুয়াডাঙ্গার ৪টি পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনায়নপত্র গ্রহণ করেন বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবয়েত বিন আজাদ সুস্তির।
দলীয় মনোনীতদের নির্বাচিত করার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার অহ্বান জানিয়ে মনোনীতদের অভিনন্দন জানানো হয়েছে।