মেহেরপুর পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ : শহরে বিক্ষোভ

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন পৌরবাসী। প্রথম পর্যায়ে ঘোষিত তফসিলে মেহেরপুর পৌরসভা বাদ পড়ার কারণ হিসেবে পৌর মেয়র ও আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ তুলে এ প্রতিবাদ জানান বিক্ষুদ্ধ পৌরবাসী।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের কাঁসারিপাড়া মোড় থেকে সচেতন পৌরবাসীর আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্মআহ্বায়ক আতিক স্বপন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাফিজুর রহমান মাহবুব, সদস্য সাজিজুর রহমান সাজু, মাহবুব হোসেন ডালিম প্রমুখ। জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান তার বক্তব্যে বলেন, সারাদেশে পৌর নির্বাচনের উৎসব চললেও বঞ্চিত মেহেরপুর পৌরবাসী। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা দেখিয়ে পৌর মেয়র মতু ও আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম তাদের অনুগত দুই ব্যক্তিকে দিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। এ কারণে মেহেরপুর পৌরসভার তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। পরে সেখানে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহন, সুমন, তারিক, মজনু, ফারুক, আরিফ, বিপ্লব, তুফান, সারাফত, জাহিদ, রাজু, মতি, উজ্জ্বল, সোহেল, সুইট , কাজল প্রমুখ।