বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন : সাজ সাজ রব উ

মাথাভাঙ্গা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন। এ সম্মেলনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় সাজ সাজ রব উঠেছে। ছাত্রলীগ যুবলীগ এ সম্মেলনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে চুয়াডাঙ্গায় স্বাগত জানিয়ে যেমন মিছিল করছে, তেমনই গঠিত উপকমিটিগুলোসহ উপজেলা ও ইউনিয়নে পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রস্তুতিসভা করে জেলা সম্মেলন সর্বাত্মক সফল করার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে।
ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সদস্য এসএম কালাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিত পত্র ইতোমধ্যে সর্বত্র সরবরাহ করা হয়েছে। সম্মেলনের কর্মসূচির রয়েছে দুটি অধিবেশন। প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ, শোক প্রস্তাব পাঠ, সাংগঠনিক রিপোর্ট পেশ, অতিথিবৃন্দের ভাষণ ও সভাপতির সমাপ্তি ভাষণ। দ্বিতীয় অধিবেশন কাউন্সিল।
বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন আগামী ২ ডিসেম্বর। সম্মেলন উপলক্ষে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে তৈরি করা হয়েছে বৃহদাকার মঞ্চ। মঞ্চের সামনে থাকছে ১০ হাজারেরও বেশি মানুষের বসার জায়গা। ডেকরেশনের কাজে নিয়োজিত রয়েছে প্রায় ২০ জন শ্রমিক। ডেকরেশনের দায়িত্বে থাকা নুরুল আমিন ডেকোরেটরের কেয়ারটেকার আছমত আলী জানান, গত ২২ নভেম্বর থেকে মাঠ প্রস্তুতির কাজ করা হচ্ছে। মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। আগামী ১ ডিসেম্বর মঙ্গলবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। সম্মেলন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার প্রবেশপথ থেকে শুরু করে জেলা শহর, ৪টি উপজেলা ও ইউনিয়নগুলোর গুরুত্বপূর্ণ স্থানে জাঁকজমকভাবে সাজানো হয়েছে প্রায় ৪০টিরও বেশি গেট। গত ২২ নভেম্বর থেকে সম্মেলন সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে টাউন ফুটবল মাঠে মঞ্চ ও অন্যান্য প্রস্তুতির কাজ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, দলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে ও দলের দুঃসময়ে কষ্ট সহ্য করেছেন, কারাবরণ করেছেন এবং দলের স্বার্থে কাজ করেছেন তারাই পদ পাওয়ার যোগ্য। তবে দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সম্মেলনে আসছেন তারাই স্থির করবেন কাকে কোন পদ দেবেন। তারা যদি চান কাউন্সিল ভোটের মাধ্যমে করবেন বা দলের কর্মীদের হাত তুলে যাকে সমর্থন করবেন তাকে সেই পদ দেয়া হবে সেটিই সবাইকে মেনে নিতে হবে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের ১৮ এপ্রিল। গত প্রায় এক বছর ধরেই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে হবে অবস্থায় ছিলো। কয়েক দফা প্রাথমিক দিনক্ষণও নির্ধারণ করা হয়। অবশ্য নানা কারণে দিন পরিবর্তনের পর আগামী ২ ডিসেম্বর চূড়ান্ত দিন নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এমপি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপিসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা ও এমপি সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানান জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে আলোচনাসভা করেছে জেলা ছাত্রলীগ। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদু। সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শরিফ উদ্দিন, যুগ্মসম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাশেদ, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান আহমেদ বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সদর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সিনিয়র সহসভাপতি মোমিনুল হাসান, যুগ্মসম্পাদক মাফিজুর রহমান মাফি, দফতর সম্পাদক শেখ সামী তাপু, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক রাকিব, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, বিপ্লব, প্রচার সম্পাদক জ্যাকি, সদর থানা ছাত্রলীগের যুগ্মসম্পাদক ইমরান আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাকিব, ছাত্রলীগ নেতা রাজা, খালেক, শান্তি, ডেভিড আলামিন, হাসিবুল, রাব্বি, টুম্পা, সাব্বির, রাজিব, লালন, ইমরান, শরিফ, সজল, সবুজ, জজ, মিলন, আকিব, ফায়াজ, ডাবলু, পিয়াস, ইয়াসিন, অনিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহমেদ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার আহ্বানে আলমডাঙ্গায় মোটরসাইকেল ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর আলমডাঙ্গা থানা মসজিদের সামনে থেকে মোটরসাইকেল ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পল্লী বিদ্যুতের ৪নং এলাকার পরিচালক হাটব্যবসায়ী খলিলুর রহমান, হাটব্যবসায়ী আশাদুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খবির উদ্দিন, যুগ্মআহ্বায়ক ডা. আনিস, নাহিদ, আওয়ামী লীগ নেতা আনিস মেম্বার, মকগুল হোসেন, হেকমত, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, যুগ্মআহ্বায়ক রাজাবুল ইসলাম মনা, যুবলীগ নেতা আশাদুল হক ডিটু, মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান, আবু সাঈদ পিন্টু, টগর, মোজাম্মেল, বুলবুল, ইকলুচ, টুকুল, আইনাল মেম্বার, সোহাগ, লাভলু, মামুন, মাসুম, জাহাঙ্গীর, ফারুক, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, কলেজ ছাত্রলীগ নেতা কাফি, বাদশা, সোহাগ, হাসান, ইছানুর কবীর, রকি, সজিব, কিবরিয়া, শরিফুল প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী আলী মুনছুর বাবু, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, মমিনুল ইসলাম, মোশারফ হোসেন, আব্দুর রফিক কাবি, দাউদ আলী, হাজি আকমত আলী, মনিরুল ইসলাম প্রিন্স, মোয়াজ্জেম হোসেন, নজরুল মাস্টার, আজিজুল জোয়ার্দ্দার, আব্দুল হানান, মতলেব খান, সোলায়মান। দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলমের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, আজিজুর রহমান বাবু, ইকবাল হোসেন, সোলাইমান কবির, মামুন শাহ, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববী, পারভেজ, তপু, লোমান, অপু, আলামিন প্রমুখ। বক্তারা বলেন, দর্শনার স্থানীয় দলীয় নেতা কর্মীদের মতামতের ভিত্তিত্বে পৌর মেয়র নির্বাচনে আলী মুনছুর বাবুকে মনোনয়ন দিতে হবে। আলোচনা শেষে একটি মিছিল দর্শনা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষে দামুড়হুদায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা বাসষ্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, নঈম হাসান জোয়ার্দ্দার ও দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শওকত আলী, আ.লীগ নেতা আব্দুল জব্বার, আফজালুর রহমান বুলু, ইমতিয়াজ হোসেন, আ. মালেক, নূর ইসলাম পাকি, মতিয়ার রহমান মন্টু, গোলাম সরোয়ার নান্নু, আ. বারিক, মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা আসমান, রাশেদুজ্জামান বাকী, টুটুল, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, নিশান তরফদার, মহাসিন আলী, মোজাফফর হোসেন, মিন্টু, হযরত আলী, হাসান মেম্বার, মাসুদ মেম্বার, জাহিদুল মেম্বার, হায়দার, আশাদুল, মারুফ, মিঠু, আজিজ, জামির, রবিউল, রফিকুল, নাহিদ, ডলার, মাবুদ, আশরাফুল, জমাত, কাশেম, সাইদুর, স্বপন, নাছিম, তারিকুল, ইজা, ছাত্রলীগের এমএ করিম, আকরামুল, হুসাইন, রিদুয়ান, শুভ প্রমুখ। বক্তারা আগামি ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে হাজির হয়ে হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সমাবেশ চলাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ সমাবেশে হাজির হয়ে নেতাকর্মীদের স্বাগত জানান।