জীবননগরে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

1. Jahangir alom

2. Nasir Uddin

3. Rofiqul islam Rofik

4. Abdus Salam Easha

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

জীবননগর ব্যুরো: আসন্ন জীবননগর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে গতকাল পর্যন্ত মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৩১ প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার পর্যন্ত এসব মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ এবং কাউন্সিলর পদে সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ৩১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রলীগ সভাপতি আ. সালাম ঈশা। অন্যদিকে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে পৌর আমির মাও. সাজেদুর রহমান মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। গ্রুপিঙের কারণে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। দলীয় মনোনয়ন পেতে সকলেই লবিং চালিয়ে যাচ্ছেন। তবে মেয়র পদে ২০ দলীয় জোট বিএনপির এখনো পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা।