জামজামি প্রতিনিধি: শিশু এনামুল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমুলক বিচার ও ঘাতকচক্রের ফাঁসির দাবিতে আলমডাঙ্গার জামজামি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় এ মানববন্ধনে জামজামি বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জামজামি বাজার ইউপি কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে জামজামি বাজারের দক্ষিণ প্রান্তের ঝাউতলা ব্রিজ অবধি শ শ মানুষের উপস্থিতি ঘটে। মানববন্ধনে বিচারের দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে শিশু হত্যার প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দিদার আলী মালিতা। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. রাহাব উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বাবলু চৌধুরী, আ.লীগ নেতা শাহারুজ্জামান শাহানুর, ইউনিয়ন যুবলীগ সভাপতি ডা. আসাদুজ্জামান ডেভিড, সাধারণ সম্পাদক রতন শাহ, রিপন শাহ, মিজানুর রহমান, শহিদুল ইসলাম কটা, সিরাজ মণ্ডল, তৈয়ব আলী, জামজামি বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ওরাদ আলী প্রমুখ।
প্রসঙ্গত, জামজামি ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের ৩ বছরের শিশুপুত্র এনামুলকে গত ২০ নভেম্বর রাতে ঘাতকচক্র ব্লেড দিয়ে গলাকেটে হত্যা করে বাড়ির অদূরবর্তী প্রতিবেশী ফজলু মণ্ডলের পানবরজের ভেতরে ফেলে রাখে। এক পর্যায়ে পানবরজে রক্তাক্ত লাশ পরিবার খুঁজে পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই উদ্ধার করে শিশু এনামুলের লাশ। ওই রাতেই ফজলু মণ্ডলসহ ৭জনকে গ্রেফতার করে।