স্টাফ রিপোর্টার: বিএনপি, বাংলাদেশের ওয়ার্কাস পাটিসহ কয়েকটি দলের পক্ষ থেকে নির্বাচনের তারিখ পেছানোর দাবি উঠলেও মনোনয়ন গ্রহণের সময় শেষ হওয়ার পাঁচদিন আগেই পৌর নির্বাচনে অংশ নেয়া নিশ্চিত করেছে প্রধান রাজনৈতিক দলগুলো। বিএনপি ২৩৪ পৌরসভায় মেয়র পদে দলের মনোনীত একক প্রার্থীকে প্রত্যয়নের ক্ষমতা দেয়া হয়েছে যুগ্মমহাসচিব মো. শাহজাহানকে। তার স্বাক্ষরের নমুনা ইতোমধ্যেই চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সংশ্লিষ্ট জেলা উপজেলায় রিটার্নিং অফিসারদের নিকট পৌঁছেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা নিজেই। তবে জেলা পর্যায় থেকে মতামত নেয়া হবে। সে লক্ষ্যে গতকালই সকল জেলায় চিঠি পাঠানো হয়েছে। এ চিঠি নিয়ে গতকালই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক বৈঠকে মিলিত হন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। সূত্র বলেছে, নির্বাচন কমিশনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি দেয়ার পর সহসম্পাদক এবিএম রিয়াজুল কবির কাওছার বলেন, দল মনোনীত প্রার্থীরা দলীয় প্রধানের স্বাক্ষরে প্রত্যয়ন পেলে ইতিবাচক ভূমিকা রাখবে, যা দলীয় প্রার্থী, নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের উজ্জীবিত করবে। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও নিজেই চূড়ান্ত প্রার্থীদের প্রত্যয়ন করবেন। একইভাবে সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম নিজেদের দলের মনোনীতদের প্রত্যয়নকারী হিসেবে থাকছেন। এছাড়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক নিজ দলের মনোনীত প্রার্থীদের প্রত্যয়ন করবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ হবেন দলটির মনোনীত প্রার্থীর প্রত্যয়নকারী। এছাড়া পিডিপি ও বিএনএফও তাদের প্রার্থীদের প্রত্যয়নকারীর নাম জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে। ইসির একজন উপসচিব জানান, শনিবার বিকেল ৫টা পর্যন্ত ১২টি নিবন্ধিত দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির তালিকা নির্বাচন কমিশনের পৌঁছেছে। কেন্দ্রের বাইরে জেলা, মহানগর, উপজেলা বা পৌরসভার দলীয় কোনো নেতাকে প্রত্যয়নের ক্ষমতা দেয়নি কোনো দল। ২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পরই দলগুলোকে একক প্রার্থী মনোনয়ন দেয়ার বিধান উল্লেখ করে চিঠি দেয় ইসি। নতুন বিধি অনুযায়ী, দলের সভাপতি,সাধারণ সম্পাদক, সমপদাধিকারী ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নে দলকে প্রার্থী মনোনয়ন দিতে হবে। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে ২৮ নভেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে দলের চিঠি দেয়ার কথা বলা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় কোনো নেতা বা সমপদাধিকারীর বাইরে কাউকে ক্ষমতা দিলে শনিবারের মধ্যে ইসিতে অনুলিপি দিতে হতো। প্রথমবারের মতো দলভিত্তিক পৌর নির্বাচনে মেয়র পদে দল মনোনীত প্রার্থী দলীয় প্রত্যয়নের পাশাপাশি ১শ ভোটারের সমর্থন তালিকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় রয়েছে। বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ভোট হবে। মেয়র পদে দলভিত্তিক হলেও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় ভোট হবে। বর্তমানে নির্বাচন কমিশনে ৪০টি নিবন্ধিত দল রয়েছে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সত্যায়িত বিএনপির যুগ্মমহাসচিব মো. শাহজাহানের নমুনা স্বাক্ষরপত্র গতকাল আনুষ্ঠানিকভাবে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার শামিউল আলমের নিকট জমা দেয়া হয়েছে। বিএনপি’র পক্ষ থেকে পৌর মেয়র পদে প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র প্রদানের জন্য বিএনপির যুগ্মমহাসচিব মো. শাহজাহানকে দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে কোনো ভুল বোঝাবুঝির কিংবা বিভ্রান্তির যাতে অবকাশ না থাকে, সে কারণে বিএনপির চেয়ারপারসন কর্তৃক সত্যায়িত দলের যুগ্মমহাসচিবের নমুনা স্বাক্ষর সংশ্লিষ্ট সকল রিটার্নিং অফিসারের নিকট জমা দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপ্পস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাইফুল ইসলাম, ইস্রাফ হোসেন, এমদাদুল হক ডাবু, আনোয়ার হোসেন, পৌর বিএনপির নেতা মীর ইসমাইল হোসেন, আয়ুব হোসেন, জাহাঙ্গীর কবীর মুকুল।