গাংনী পৌরসভা নির্বাচনে নৌকার টিকিট পেতে ছয় প্রার্থীর আবদেন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে দলীয় টিকিটের দৌড়ে এখন ৬ প্রার্থী। গতকাল শনিবার এ সকল প্রার্থী দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করে পূরণ পূর্বক দাখিল করেছেন। এদের মধ্যে থেকে আজ রোববার একক প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণ করবেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন- আওয়ামী লীগ নেতা হাজি মহাসিন আলী, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেন্ডার, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র আহম্মেদ আলী, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মজিরুল ইসলাম।
প্রত্যেক প্রার্থী নির্ধারিত ২৫ হাজার টাকা পরিশোধ করে গতকাল রাতে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। এদিকে দলীয় একক প্রার্থী চূড়ান্তে নেতাকর্মী সমর্থকদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। চলছে হিসাব-নিকাশ। গোটা এলাকার মানুষের নজর এখন এদিকে। কে হচ্ছেন একক প্রার্থী সে চিন্তায় সমর্থককের চোখে ঘুম নেই। আজকের মধ্যে প্রার্থী চুড়ান্ত প্রক্রিয়া শেষ করার কথা জানালেন সাহিদুজ্জামান খোকন। এ লক্ষ্যে বেলা ১১টায় গাংনী সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদরাসাকক্ষে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে। প্রার্থীদের সাথে আলোচনার মধ্য দিয়ে একক প্রার্থী নির্ধারণ করা হবে বলে জানান তিনি। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রার্থীদের সাথে আলাপ করে প্রক্রিয়া শেষ করা না গেলে আরো কয়েকটি প্রক্রিয়ার কথা ভেবে রেখেছেন নেতারা। এর মধ্যে তৃণমূল নেতৃত্বের অংশগ্রহণ থাকতে পারে। গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির সদস্যদের গোপন ভোটে বিজয়ীকে একক প্রার্থী চুড়ান্ত করা হতে পারে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ নিয়ে গঠিত সিলেকশন কমিটি একক প্রার্থী চুড়ান্ত করে ২৯ নভেম্বরের মধ্যে তা কেন্দ্রে প্রেরণ করবেন।