স্টাফ রিপোর্টার: আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বিদ্রোহীরাও। কেউ দলীয় মনোনয়ন বঞ্চিত হলে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। বিদ্রোহীদের স্বতন্ত্র প্রার্থী হতে সংশ্লিষ্ট এলাকার ১০০ ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালাতে বিদ্রোহী প্রার্থীর সুযোগ রয়েছে। যদিও এর আগে অধ্যাদেশের আলোকে আইন মন্ত্রণালয়ে পাঠনো ইসির চূড়ান্ত বিধিমালায় বিদ্রোহী প্রার্থীর হওয়ার পথ রুদ্ধ করা হয়েছিলো। সেখানে পৌরসভার তিন পদে দলীয়ভাবে নির্বাচনের বিধান রাখা হয়েছিলো। পরবর্তী সময়ে শুধু মেয়র পদে দলীয় করতে সংসদে অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, পৌরসভার নির্বাচন বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র জমার সময় কে দলীয় প্রার্থী তা রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। ফলে দলীয় মনোনয়ন বঞ্চিতরা আইনগতভাবে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতরা প্রার্থী হওয়ার সুযোগ পান না। কারণ প্রার্থিতা প্রত্যাহারের আগ পর্যন্ত দলীয় প্রার্থী চূড়ান্ত করার সুযোগ পায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে একজনকে চূড়ান্ত করলে বাকিগুলোর প্রার্থিতা স্বাভাবিকভাবে বাতিল হয়ে যায়। প্রার্থিতা প্রত্যাহারের আগে নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ থাকে না। কিন্তু এবারের পৌরসভার নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে মনোনয়নপত্র জমার সময়ই প্রার্থিতা চূড়ান্ত করতে হবে।