চুয়াডাঙ্গায় থাইরো কেয়ার ওয়ার্ল্ডস লার্গেস্ট প্রিভেনটিভ কেয়ার ল্যাবরেটরির অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডস্থ অফিসে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অফিসের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, এখন আর ঢাকা বা রাজশাহী নয় চুয়াডাঙ্গা থাইরো কেয়ার ল্যাবের মাধ্যমে রোগী সাধারণরা প্যাথোলজিক্যাল সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা আন্তর্জাতিক মানসম্মতভাবে স্বল্প খরচে দ্রুত সেবা পাবেন। দোয়া অনুষ্ঠানে ক্লিনিক, ডায়াগনস্টিক ও প্যাথলজির ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।