ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে পলক (৪) ও তার ফুফাতো ভাই চয়ন (৫) নামের দু শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। পলক শ্রীপুর গ্রামের কৃষক কামাল উদ্দিনের ছেলে ও চয়ন কুষ্টিয়া সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার শিশু পলক ও তাদের বাড়িতে বেড়াতে আসা ফুফাতো ভাই চয়ন খেলতে খেলতে বাড়ির পার্শ্বের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর বিকেল সাড়ে ৪টার দিকে পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভাসতে দেখে। স্থানীয়রা শিশু দুটির মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি মোবাইল ফোনে ঘটনাটি শুনেছেন।