চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের কাটছে ব্যস্ত সময় : উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের ঘরে বাইরে উৎসবের আমেজ ফুটে উঠেছে। পুরোদমে চলছে প্রস্তুতি। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের প্রস্তুতিসভার পাশাপাশি চুয়াডাঙ্গার প্রধান সড়কে তোরণ নির্মাণের কাজও চলছে সমান তালে। আর টাউন ফুটবল মাঠের মাঝে বিশাল মঞ্চ? চতুরদিকেই ঘেরা হচ্ছে সামিয়ানা দিয়ে।
ঢাকা থেকে গতরাতে চুয়াডাঙ্গায় পৌঁছেছে আমন্ত্রণপত্র, পোস্টারসহ সম্মেলনের যাবতীয় আনুসাঙ্গিক। গতকাল আলুকদিয়া, আলমডাঙ্গা আওয়ামী লীগ প্রস্তুতিসভায় মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রীসহ বহু কেন্দ্রীয় নেতা আসছেন। স্বাগত জানিয়ে তোরণও নির্মাণ করা হচ্ছে চুয়াডাঙ্গার প্রবেশদার বদরগঞ্জ, জাফরপুরসহ বিভিন্ন স্থানে। গতরাতেও তোরণসহ সম্মেলনের মঞ্চ নির্মাণ কাজ পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, যুগ্মসাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসনে, জেলা মহিলা লীগের সভানেত্রী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, সাধারণ সম্পাদক পলি, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক প্রমুখ।
আলুকদিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল আলুকদিয়া ইউপি হলরুমে আগামি ২ ডিসেম্বরের আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, আলুকদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও অ্যাড. বেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছেন, জেলা আ.লীগের সম্মেলনকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক কুমারী ইউপি চেয়ারম্যান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কুমারী ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মজিবর রহমান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। উপজেলা আ.লীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাদেকুর রহমান পলাশ, পৌর কাউন্সিলর সাবেক উপজেলা ছাত্রলীগ সম্পাদক শরিফুল ইসলাম রিফাত প্রমুখ। এ সময় বক্তারা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার জন্য সকলকে আহ্বান জানান। সভা শেষে সন্ধ্যায় শহরে মোটরসাইকেল শোডাউন দেন দলের নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রচার উপকমিটির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্ততিসভায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম বেলু, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নারায়ণ ভৌমিক, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপপ্রচার সম্পাদক আব্দুল জব্বার, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক টুটুল, সাংগঠনিক সম্পাদক ওয়াসকরুনী টিটু প্রমুখ। প্রস্তুতিসভায় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে স্ব স্ব ইউনিটকে নির্দেশ দেয়া হয়।