সাবেক বিজিবি সদস্য মাহবুব কর্তৃক বৃদ্ধ পিতা-মাতার ওপর নির্যাতনের অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: বিজিবি’র মিথ্যা অভিযোগে আর্মি গ্রেফতার। পরে প্রকৃত ঘটনা জানতে পেরে পুলিশ আর্মিকে ছেড়ে দেয়েছে। সাবেক বিজিবি সদস্যের ন্যাক্কারজনক আচরণে গ্রামজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
জানা গেছে, আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের সাবেক মেম্বার আব্দুল খালেকের ছোট ছেলে সাবেক বিজিবি সদস্য মাহবুব গতপরশু তার পিতা-মাতাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। সে সময় আব্দুল খালেক মেম্বারের চিৎকারে বাড়িতে অবস্থানকারি বড় ছেলে সাবেক সেনা সদস্য নাসির উদ্দীন ও মেঝ ছেলে শফিউদ্দীন ছুটে গিয়ে বৃদ্ধ পিতা-মাতার ছোট ছেলে মাহবুবের হাত থেকে মুক্ত করেন। সে সময় ২ ভাই মিলে ছোট ভাইকে মারধর করে। সেই মারের বদলা নিতে ছোট ভাই ছুটে যায় আলমডাঙ্গা থানায়। মিথ্যা অভিযোগ দায়ের করে বড় দু ভাইয়ের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে পুলিশ বড় ভাই সাবেক সেনা সদস্য নাসির হোসেনকে গতকাল আটক করে। এ ঘটনায় বাদী ছোটভাই মা-বাপসহ গ্রামের বহু মানুষ গতকাল থানা চত্বরে জড়ো হন। তাদের নিকট থেকে বিজিবি’র সাবেক সদস্য মাহবুবের অপকর্মের নানা কাহিনি শুনে থানার অফিসার ইনচার্জ নাসির হোসেনকে ছেড়ে দেন।