তার কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাজিবুল মৃত্যুশয্যায়

আলমডাঙ্গা ব্যুরো: চোরকে অগ্রিম টাকা দিয়ে পল্লি বিদ্যুতের তার কাটানোর অভিযোগে আলমডাঙ্গার জোড়গাছার আলাউদ্দীনকে পুলিশ আটক করেছে। অগ্রিম টাকা নিয়ে তার চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার রাজিবুল এখন মৃত্যুশয্যায়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুরের শিমুল ও জোড়গাছার শুকুর আলীর ছেলে আলাউদ্দীনের ঘোলদাড়ির মাঠের জমির ওপর দিয়ে পল্লি বিদ্যুতের লাইন গিয়েছে। ওই জমি থেকে পল্লি বিদ্যুতের লাইন সরাতে ব্যর্থ হয়ে শিমুল, আলাউদ্দীন ও তাদের বন্ধু সোহাগ কৌশলের আশ্রয় গ্রহণ করে। তারা বলেশ্বরপুরের চিহ্নিত চোর রাজিবুলকে ২ হাজার টাকা অগ্রিম দেয় তাদের জমির ওপর দিয়ে যাওয়া পল্লি বিদ্যুত্যের লাইনের তার কেটে চুরি করার জন্য। রাজিবুল তাদের নিকট থেকে টাকা নিয়ে গত ১৩ নভেম্বর রাতে তার কাটকে গেলে ঘটে বিপত্তি। সে সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি হতে থাকলে মুমূর্ষু অবস্থায় তাকে বর্তমানে কুষ্টিয়ার এক কবিরাজের ডেরায় রেখে চিকিৎসা করানো হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় পুলিশকে রাজিবুল উপরোক্ত তথ্য দেয়। এরই ভিত্তিতে গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ জোড়গাছা থেকে চুরির হুকুমদাতা হিসেবে আলাউদ্দীনকে আটক করেছে।