স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ ওভার হাতে রেখেই প্রয়োজনীয় রান তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বুলস। যথারীতি তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ১৮.৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তারা করে মাত্র ৮৯ রান।
কুমিল্লার নুয়ান কুলাসেকারা, আশার জায়দি ও আবু হায়দারদের বোলিং তোপের মুখে বেশিদুর এগুতে পারেনি মাহমুদুল্লাহরা। রনি তালুকদার ১৭, সাব্বির রহমান ১০ ও কেভন কুপার ২২ রান করা ছাড়া আর কেউ দু অঙ্কের কোটায় পৌঁছুতে পারেননি। কুমিল্লার হয়ে কুলাসেকারা ৩টি, আশার জায়দি ৩টি ও আবু হায়দার ২টি করে উইকেট লাভ করেন। এরপর ৯০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ২ ওভার হাতে রেখেই প্রয়োজনীয় রান তুলে নেয় কুমিল্লা। মাহমুদুল হাসান ৩১ রান করেন আর ২৩ রানে অপরাজিত ছিলেন মারলন স্যামুয়েলস। নুয়ান কুলাসেকারা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।