দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপির ৮নং সাধারণ ওয়ার্ডে (মুন্সিপুর, হুদাপাড়া, জাহাজপোতা) উপনির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যে ৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- হুদাপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে নূর মোহাম্মদ, মুন্সিপুর গ্রামের মমিন সর্দারের ছেলে আবু সালাম, একই গ্রামের আমিন উদ্দিনের ছেলে শুকচাঁদ মিয়া এবং জারমান মল্লিকের ছেলে গোলাম রসুল। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, গত ৪ সেপ্টেম্বর কার্পাসডাঙ্গা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য আয়ুব আলী মৃত্যুবরণ করলে ওই দিন থেকেই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন।