স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় একই রেজিস্ট্রেশন নম্বরের দুটি মোটরসাইকেল আটক করেছেন সার্জেন্ট মশিউর রহমান। দু মাসের ব্যবধানে তিনি ইয়ামাহা কোম্পানির এ দুটি মোটরসাইকেল আটক করেন। পুলিশ বলেছে দুটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশনই জাল। ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে চুয়াডাঙ্গার সড়কে মোটরসাইকেল দুটি দাপিয়ে বেড়াচ্ছিলো। পুলিশের ধারণা মোটরসাইকেল দুটি চোরাই।
চুয়াডাঙ্গা ট্রাফিক সার্জেন্ট মশিউর রহমান জানান, গত ২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি ভুয়া নম্বরের এফজেডএস নীল রঙের মোটরসাইকেল আটক করেন। আটককৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো ল ১১-২৪৫৭। মোটরসাইকেলটি থানা চত্বরেই রাখা আছে। এরই মধ্যে গতকাল বুধবার বেলা ২টার দিকে একই রঙের একই নম্বরের একটি ফেজার মোটরসাইকেল আটক করা হয়। একই নম্বরের দুটি মোটরসাইকেল পাশাপাশি দেখে সচেতন মহল অবাক হয়েছে। কেউ কেউ জানান, এ ধরনের ভুয়া নম্বর ব্যবহার করে অনেকজন মোটরসাইকেল চালাচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসন ব্যবস্থা নেবে বলে সচেতন মহল আশা করে।