পাকিস্তানে জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে নারী পাইলট নিহত
মাথাভাঙ্গা মনিপর: পাকিস্তান বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে এর নারী পাইলট নিহত হয়েছেন। বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলার সময় গতকাল মঙ্গলবার মানওয়ালিতে এ দুর্ঘটনা ঘটে। বিমানটির দ্বিতীয়বৈমানিক বেঁচে গেছেন। বিবৃতিতে বলা হয়, স্কোয়াড্রন লিডার সাকিব আব্বাসি এবং ফ্লাইং অফিসার মারিয়াম মুখতিয়ার নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অভিযানে বের হন। অভিযানের শেষ পর্যায়ে তারা জরুরি পরিস্থিতির সম্মুখীন হন। মাটিতে থাকা বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিমানটি খালি জায়গার দিকে উড়িয়ে নেন। পরে মানওয়ালিরকুন্দিয়ানের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এবং দু বৈমানিক ছিটকে বাইরে বেরিয়ে আসেন। এই প্রথম পাকিস্তান বিমান বাহিনীর কোনো নারী বৈমানিক বিমান চালানোর সময় দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু বরণ করলেন। ২০১৩ সালে পাকিস্তান বিমান বাহিনীর ১৩ জন নারী যুদ্ধবিমান চালানোর অনুমতি পান।
রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক
মাথাভাঙ্গা মনিপর: সিরিয়া সীমান্তে গতকাল মঙ্গলবার রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। রাশিয়া গুলিতে তার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করলেও তুরস্কের গুলিতে কি-না, তা উল্লেখ করেনি। বিবিসি ও আল-জাজিরা অনলাইনের খবরে এসব কথা জানানো হয়। সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান চালাতে ৩০ সেপ্টেম্বর থেকে বোমা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ অভিযানের সময় রুশ যুদ্ধবিমানগুলা মাঝেমধ্যেই তুর্কি আকাশসীমা লঙ্ঘন করছে বলে আগেই অভিযোগ তুলেছে তুরস্ক। তুর্কি সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, তুর্কি আকাশসীমা লঙ্ঘন করায় রুশ যুদ্ধবিমানটির পাইলটদের বারবার সতর্ক করে দেয়া হয়। সেই সতর্কতা না মানায় তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান থেকে গুলি চালিয়ে রাশিয়ার যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।
উলফার সাথে দিল্লিতে শান্তি আলোচনা শুরু
মাথাভাঙ্গা মনিপর: ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাথে শান্তি আলোচনায় বসতে শুরু করেছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার দিল্লিতে এ আলোচনা শুরু হয়েছে। অপরদিকে বাংলাদেশে গ্রেফতারকৃত উলফার নেতা অনুপ চেটিয়াকে গতপরশু সোমবার গুয়াহাটি আদালতে হাজির করার পর বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে জেলহাজতে পাঠানো হয়। তিন দশকেরও বেশি সময় ধরে আসাম রাজ্যে চলা সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী এ সংগঠনটির সাথে শান্তি চুক্তি করতে চায় সরকার। আর সে লক্ষ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় উলফার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন অরবিন্দ রাজখোয়াসহ সংগঠনটির শীর্ষ নেতারা। আর সরকারের পক্ষে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা।
দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
মাথাভাঙ্গা মনিপর: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির দু সেনা নিহত হয়েছেন। গত সোমবার রাতে সেখানকার ওনজু শহরে রাস্তার পাশে এএইচ ৬৪ অ্যাপেক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হাম্পরি সেনাঘাঁটি থেকে ৫০ মাইল পূর্বে ওই এলাকাটি অবস্থিত। নিহতদের পরিচয় নিশ্চিত করে জানায়নি মার্কিন সেনাবাহিনী। তবে তারা দুজনেই বিমানচালক ছিলেন। দক্ষিণ কোরিয়ায় ২৯,০০০ মার্কিন সেনাসদস্য রয়েছেন। দু দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির অধীনে ওই সেনারা সেখানে মোতায়েন আছেন।
ব্যাংকক হামলা : দু উইঘুর অভিযুক্ত
মাথাভাঙ্গা মনিপর: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হিন্দু মন্দিরে বোমা হামলার ঘটনায় চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের দুজনের বিরুদ্ধে সামরিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। অগাস্টে ব্যাংককের এরাওয়ান মন্দিরে বোমা হামলায় ২০ জন নিহত এবং ১২০ জনের বেশি মানুষ আহত হয়। অভিযুক্ত দুজন হলেন, বিলাল মোহাম্মদ ও মীরআলী ইউসুফ। গতকাল মঙ্গলবার তাদের বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয় বলে জানা গেছে। তাদের আইনজীবী চুচার্ট কানপাই সাংবাদিকদের বলেন, বিলাল ও ইউসুফের বিরুদ্ধে বোমা বিস্ফোরণের চক্রান্ত করা এবং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। ২৯ আগস্ট ব্যাংককের উপকণ্ঠে একটি অ্যাপার্টমেন্ট থেকে বিলালকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছে তুরস্কের ভুয়া একটি পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্টে নাম ছিলো আদম কারাদাগ।
আর ১ সেপ্টেম্বর থাই-কম্বোডিয়া সীমান্ত থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। তার কাছে চীনের পাসপোর্ট পাওয়া গেছে।