আলমডাঙ্গা ব্যুরো/মুন্সিগঞ্জ প্রতিনিধি: মৃত্যুর সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত হেরে গেলো পাউয়ারট্রিলারের নিচে পড়ে গুরুতর জখম হওয়া কিশোর জুয়েল রানা। গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুর কাছে হার মানে। গত রোববার পিতার সাথে মাঠে পাউয়ারট্রিলার নিয়ে চাষ দেয়ার সময় দুর্ঘটনার শিকার হয় সে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের হারেজ উদ্দীনের ১৩ বছরের কিশোর ছেলে জুয়েল রানা গত রোববার বিকেলে পাউয়ারট্রিলারে জমি চাষ করতে গিয়ে অবসাবধানতাবশত চাকার সাথে তার লুঙ্গি জড়িয়ে যায়। সে লুঙ্গির টানে এক পর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় পাউয়াট্রিলারের চাকা ও ফালে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে লড়ে অবশেষে গতকাল সোমবার ভোরে মৃত্যুর কাছে পরাজয় বরণ করে কিশোর জুয়েল রানা। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে তার লাশ গ্রামে আনা হয়। জানাজা শেষে বাদ আছর গ্রামের গোরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবাসহ আত্মীয় পরিজনের বুকফাটা আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।