মহেশপুরে স্ত্রীকে ব্লেড দিয়ে কেটে লবণ ছিটিয়ে নির্যাতন

স্টাফ রিপোর্টার: ভাত রান্না করতে দেরি হওয়ায় এক স্বামী তার স্ত্রীকে ব্লেড দিয়ে কেটে লবণ ছিটিয়ে নির্যাতন করেছে। এ ঘটনায় পুলিশ স্বামী শিপনকে (২৫) আটক করেছে।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার সকালে শিপনের স্ত্রী ফাতেমা খাতুন ভাত রান্না করতে দেরি হওয়ায় তাকে প্রথমে বাঁশ দিয়ে বেদম মারপিট করে। এরপর শিপনের মায়ের নির্দেশে তাকে বেঁধে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দিয়ে নির্যাতন করে। এ ঘটনা দেখে প্রতিবেশীরা শিপনের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি। আহত ফাতেমা খাতুন জানান, গত ২০১০ সালের ৩১ মে কাজিরবেড় ইউনিয়নের দোহারপাড়া গ্রামে রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে শিপনের সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের টাকার দাবিতে শিপন বিভিন্ন সময় তাকে নির্যাতন করে। গত ২ বছর আগে ঝিনাইদহ আদালতে স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করায় এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় শিপন আদালতে মামলা চলা অবস্থায় মুচলেকা দিয়ে আমাকে নিয়ে আসে। গত শুক্রবার সকালে মারপিট করে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে ক্ষত করে লবণ ছিটিয়ে দিলে ফাতেমা অচেতন হয়ে যায়। এমতাবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মহেশপুর থানায় মামলা হলে পুলিশ শিপনকে আটক করেছে।