মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা কালিগাংনী নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল কারিগর (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ আরো দু আরোহী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল কারিগর গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মৃত দুলাল কারিগরের ছেলে।
আহতদের মধ্যে গাংনী পৌর শহরের থানাপাড়ার নাসির উদ্দীনের ছেলে মোটরসাইকেল চালক নাইম হোসেনকে (১৪) গুরুতর অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী গাংনী পৌরসভার উত্তরপাড়ার সুবহান মিয়ার ছেলে ইমন হোসেন (১৩) ও পুর্ব মালসাদহের আমিরুল ইসলামের ছেলে সজিব মিয়াকে (১৪) আটক করেছে স্থানীয় লোকজন।
গাংনী থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান, নাইম ও তার দু সহপাঠী গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তারা মোটরসাইকেলযোগে কাথুলীর দিকে যাওয়ার সময় রেজাউলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত নাইমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সজিব ও ইমনকে পুলিশ আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রেজাউল কারিগরের লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে অবস্থার অবনতি হওয়ায় মোটরসাইকেল চালক মারাত্মক আহত নাইম হোসেনকে কুষ্টিয়া থেকে ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া আর্থিক লেনদেনে উভয় পক্ষের সমঝোতায় গাংনী পৌরসভার উত্তরপাড়ার সুবহান মিয়ার ছেলে ইমন হোসেন ও পুর্ব মালসাদহের আমিরুল ইসলামের ছেলে সজিব মিয়াকে পুলিশ ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।