ঢিলেঢালা প্রভাবমুক্ত হরতাল : আওয়ামী লীগের মিছিল সমাবেশে রায় দ্রুত কার্যকর করার দাবি

স্টাফ রিপোর্টার: হরতাল? এক সময় ছিলো হরতাল আহ্বান মানেই আতঙ্ক। ডাকলেই যেন হয়ে যেতো হরতাল। এখন? বদলে গেছে দৃশ্যপট। হরতালে তেমন সাড়া নেই, পিকেটিঙও থাকে না রাজপথে। তবে হরতাল বিরোধী মিছিল সমাবেশ হয় বেশ স্বতস্ফুর্ত আয়োজনে। জামায়াতে ইসলামীর ডাকা গতকালের সকাল সন্ধ্যা-হরতাল চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে তেমন প্রভাব ফেলেনি। সকালে দূরপাল্লার কোচ না ছাড়লেও দুপুর হতে না হতেই সড়ক যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। হাট-বাজারের বিপনী বিতান? সবই ছিলো খোলা। ব্যাংক-বীমা, স্কুল-কলেজেও ছিলো স্বাভাবিক। অবাক হলেও সত্য যে, হরতালের মধ্যেই ডিগ্রি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবেই অতিবাহীত হয়েছে। হরতালে নাশকতা রুখতে পরশু রাত থেকেই পুলিশ ছিলো তৎপর। মেহেরপুর গাংনীর ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ। এদিকে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর একজনকে গ্রেফতার করা হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানির পর খারিজ করে ফাঁসির রায় বহাল রেখে চূড়ান্ত রায় দেয়া হয়। ফাঁসির রায় বহাল রাখায় জামায়াতে ইসলামী সারাদেশে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। অপরদিকে নাশকতা ঠেকাতে পুলিশ বিজিবি রাস্তায় নামে। আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মৃত তাইজেল ইসলাম নয়নের ছেলে সাইফুল ইসলামকে (৪৩) আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ। জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে সকাল ১০টায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টমোড়ে এসে শেষ হয়। পরে কোর্ট মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুবলীগের ৬নং ওয়ার্ড সভাপতি ইনতিয়াজ, ৭নং ওয়ার্ড সভাপতি ইউনুস আলী, ৯নং ওয়ার্ড সভাপতি মিনাজ উদ্দিন, গাংনী উপজেলা যুবলীগ নেতা আশরাফ ভেণ্ডার প্রমুখ।

এদিকে নাশকতা এড়াতে বুধবার রাতে গাংনী থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৭ বিএনপি ও এক জামায়াত কর্মীকে আটক করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, এদের মধ্যে কয়েকজন ২০১৩ সালের নাশকতা মামলার সাথে জড়িত আছে। আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এদিকে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিমুদ্দিন গাজীকে পুলিশ আটক করেছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মুজিবনগর থানা পুলিশ তাকে উপজেলার শিবপুর গ্রামের কালুর মুদিখানার দোকান থেকে আটক করে থানায় নেয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, ২০১৩ সালের মুজিবনগরে পুলিশ মারা মামলায় তাকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, সৈনিকলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, আমজাদ হোসেন, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আবুল কালাম, আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান মিলন, উপজেলা সৈনিকলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়নসাল হোসেন সাগর, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হাবীব, গাংনী ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক তানভির ইসলাম উজ্জ্বলসহ নেতৃবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জামাতের ডাকা হরতালের প্রতিবাদে মুজিবনগরে গতকাল বৃহস্পতিবার দুপুরে যুবলীগ সভাপতি কামরুল হাসান চাঁদুর নেতৃত্বে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজার যাত্রী ছাউনীর সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, সাবেক উপজেলা আ.লীগ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, সাবেক ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ ও মফিজুর রহমানসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অপরদিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক ফিতাজ মল্লিকের নেতৃত্বে বিকেলে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল শেষে কেদারগঞ্জ বাজারে আ.লীগ অফিস চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবুর রহমান মধু,সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাস আলী প্রমুখ। এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। আন্তঃজেলা যানবাহন চলাচল অন্যদিনের মতই স্বাভাবিক ছিলো।