যুবলীগের চুয়াডাঙ্গা কমিটি বাতিল

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে যুবলীগের অন্তর্কোন্দলে এক কর্মী নিহত হওয়ার পর যুবলীগের চুয়াডাঙ্গা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, “চুয়াডাঙ্গা জেলা কমিটির নেতা-কর্মীরা সবসময়ই মারামারি-কাটাকাটি লাগিয়ে রাখে এবং বিভিন্ন সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাখে। দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ করায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে।” গত সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলায় সরকার সমর্থক সংগঠনটির দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হন।