টিপ্পনী

খবর:(মহেশপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ, মুক্তিপণ দাবি)
খেল তামাশা চলছে ভালোই
মানুষও হয় চুরি,
নাজাই মানুষ নিয়ে সবাই
দেখায় বাহাদুরি।

দীন অসহায় মানুষ এখন
ভয়ে সবাই কাবু,
কাহিল দশা দেখে দেখে
মুচকি হাসে বাবু।

কী সব ছিরি কী বিচ্ছিরি
যাচ্ছে ঘটে এই,
মারার আগেই যাচ্ছি মরে
আমরা বেঁচে নেই!
16.11.2015

Leave a comment