স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আজ সোমবার তার ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিলো। গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, তিন দিনের সফরে সোমবার প্রধানমন্ত্রীর ফ্রান্সে যাওয়ার কথা ছিলো। সেখানে দেশটির প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিলো। তবে প্যারিসে হামলার কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের সূত্র নাম না প্রকাশের শর্তে জানায়, এখন পর্যন্ত সফরসূচি অপরিবর্তিত রয়েছে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় দেশটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১২৯ জন নিহত হন। হামলার পর এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অবস্থান নেয়ার ঘোষণা দেয়ায় এ হামলা চালানো হয় বলে জানায় আইএস। এদিকে হামলার সাথে সম্পৃক্ত ওমর ইসমাইল নামে একজনকে শনাক্ত করেছে দেশটির গোয়েন্দারা। তিনি ফ্রান্সের নাগরিক বলে বার্তা সংস্থা এএফপি জানায়। তার বিরুদ্ধে দেশটির পুলিশের কাছে অনেকগুলো মামলাও রয়েছে। তাকে কয়েকবার গ্রেফতার করা হলেও কখনো কারাবরণ করেননি তিনি। এদিকে ওমরের ভাই এবং বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জানান, ওমরের সাথে অনেকদিন হলো তাদের কোনো যোগাযোগ নেই। ওমর আলাদা বাসা নিয়ে থাকেন বলে তারা জানান।