টিপ্পনী

খবর:(কার্পাসডাঙ্গার ওসমানপুরে জোরপূর্বক ধান কর্তন, থানায় অভিযোগ)

 

জোর বা জুলম মগের মুলুক

কারো ক্ষেতের ধান কেটো না,

বাপ-চাচাদের নাম বেশি তাই

কারোর দুটো কান কেটো না।

 

দোহাই লাগে গরিব লোকের

পাকা ধানে মই দিয়ো না,

ক্ষুধার্তদের থালায় থালায়

শুঁকনো মুড়ি খই দিয়ো না।

 

গুণ্ডা বেকুব বদের গোড়া

এদের বেশি লাই দিয়ো না,

স্বার্থ হাসিল করতে কারোর

বাড়া ভাতে ছাই দিয়ো না।

 

 

আহাদ আলী মোল্লা

 

 

 

Leave a comment